হাওড়া – শ্রীরামপুর আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত….।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন , শ্রীরামপুর, ১৪ ডিসেম্বর,  শনিবার সারাদেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত। মূলত দু পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা।এই আইনী পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচারপ্রার্থীদের কে। হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল।জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল,১০,৮০০ টি মত মামলা নথিভুক্ত ছিল, যার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটির বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য। এদিন হাওড়া জেলা আদালতে ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাঙ্ক – আশা ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের ‘মিডিয়েটর’ ও লিগ্যাল রিপোর্টার মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে । অপরদিকে হুগলি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী মানালী সামন্তের পরিচালনায় শ্রীরামপুর মহকুমা আদালতে সিংহভাগ নথিভুক্ত মামলার নিস্পত্তি ঘটেছে বলে জানিয়েছেন অফিস মাস্টার সাহানা খাতুন।

More From Author

Nephrocare India Celebrates 4 Years with Walkathon to Promote Kidney Health…

Dabur Brings Ayurveda Closer to Modern Consumers with Contemporary Packaging & Awareness Drive….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *