হাওড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবসে ওয়াকথন বা হাঁটা অভিযান….। 

Spread the love

জয়দেব দেবনাথ : হাওড়া, ১৪ নভেম্বর, ২০২৫। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার, ১৪ নভেম্বর সকালে বিশেষ সচেতনতামূলক হাঁটা অভিযান বা ওয়াকথন আয়োজন করল হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি।
হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এই পদযাত্রা এলাকার বিভিন্ন রাস্তা পরিদর্শন করে। বহু সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক এই পদযাত্রায় অংশ নেন। চলার পথে অংশগ্রহণকারীরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেন। চিকিৎসকরা জানান, ডায়াবেটিস রোধে নিয়মিত হাঁটা, ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। পদযাত্রার উদ্বোধন করেন হাওড়া জেলার মুখ্য সরকারী আইনজীবী সোমনাথ ব্যানার্জী। তিনি বলেন, “আজকের প্রজন্ম ফাস্ট ফুড ও অনিয়মিত জীবনযাপনের কারণে খুব দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই এ ব্যাপারে মানুষের সচেতনতা দরকার।
পদযাত্রায় পা মেলান ডায়াবেটিস স্টাডি সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, তালবদ্য শিল্পী মল্লার ঘোষ,বিশিষ্ট চিকিৎসক এন্ডোক্রিনোলজিস্ট ডা. সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃদুল বেরা প্রমুখ।

More From Author

ICRA Assigns ‘ICRA AA-/Stable’ Rating to Rs 990 crore Long-Term Bank Facilities of ACME Solar’s project in Rajasthan….

বিশ্বকাপে অনিশ্চিত পর্তুগাল লালকার্ড দেখলেন রোনাল্ডো….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *