সুন্দরবনের পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষা বিস্তারে উদ্যোগী ভারত সেবাশ্রম সঙ্ঘ…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৫ জুন ২০২৫। সুন্দরবনের গরীব ও পিছিয়ে পড়া গ্রাম গুলিতে শিক্ষা বিস্তারে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘ পরিচালিত সুন্দরবন এলাকার ৪০ টি স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকা নিয়ে শুরু হয় শিক্ষক সম্মেলন। বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এই সম্মেলনের সূচনা করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী সঙ্ঘাত্মানন্দ, স্বামী মহাদেবানন্দ ও স্বামী স্বাগতানন্দ।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন স্বামী প্রনবানন্দ চেয়েছিলেন গরীব মানুষদের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে তাদের সার্বিক উন্নয়ন। সেই লক্ষেই এগিয়ে চলেছে সঙ্ঘ৷ সুধু পুঁথিগত শিক্ষা নয়, তাদের নীতি শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাছেন তারা।

More From Author

Rupa Presents ‘Ram Avatar Gupt Utkrisht Shiksha 2025’ — Celebrating the 100th Birth Anniversary of Sanmarg’s Visionary Founder….

Lupin and Sino Universal Pharmaceuticals Sign License and Supply Agreement for Tiotropium DPI in China Aim to expand healthcare solutions in China….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *