সবুজ মেরুন দলের হেড কোচ জোসে মোলিনা….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ১১ জুন, ২০২৪। মোহনবাগান সুপার জায়ান্ট দলের নতুন কোচ হলেন জোসে মোলিনা। কোচিং জীবনের অন্যতম সফল জোসে ফ্রান্সিকো মোলিনা গত তিন বছর ছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর।
সবুজ মেরুনের দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচ বলেন, মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে আমি সম্মানিত । চেষ্টা করবো ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দেওয়ার। বিশেষ করে আমি সম্মানিত হয়েছি ক্লাবের কর্ণধার ড,সঞ্জীব গোয়েঙ্কার কাছে। আমাকে প্রধান কোচ হিসাবে নির্বাচিত করার জন্যে।

More From Author

তরুণ তরুণীর জুটি নয় বাংলার মা মেয়ের বিতর্কিত জুটি ঝড় তুলল দেশ জুড়ে….।

PLATINUM GUILD INTERNATIONAL (PGI) INDIA AND SENCO GOLD & DIAMONDS UNVEIL THE ‘PLATINUM EVARA’S NOVA COLLECTION’: CELEBRATING WOMEN OF TODAY…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *