শুরু হয়ে গেল কলকাতা প্রিমিয়াম ফুটবল লিগ….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ২৬ জুন ২০২৪। আই এফ এ পরিচালিত কলকাতা প্রিমিয়াম ফুটবল লিগ শুরু হয়ে গেলো । মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে সূচনা হল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন সভাপতি অজিত ব্যানার্জি,চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত,কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস,সহ সচিব রাকেশ ঝা,মহম্মদ জামাল,সুদেষ্ণা মুখার্জি ও বিশ্বজিৎ ভাদুড়ি। অনুষ্ঠান মঞ্চে ফুটবলপ্রেমী বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা দেওয়া হয়।
প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল ওয়াড়ি এ সির সঙ্গে। সাদা কালো শিবির ৬-০ গোলে জয় তুলে নিলো ওয়াড়ি’র সঙ্গে লড়াই করে। দিনের সেরা ফুটবলার হলেন সজল বাগ।

More From Author

It’s a woman’s world too…..

Tara Sutaria’s Summer Essentials: Must-Have Items for Staying Cool and Fresh…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *