শিক্ষক দিবসে নোপানি হাই….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০২৪। শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক চির অমলিন। জীবনের প্রারম্ভিক পর্বে যে শিক্ষক, শিক্ষার্থীদের পথ চলার প্রথম শিক্ষা দেন, শিক্ষার্থীরা তার স্মৃতি মনে রাখে চিরদিন। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এই অটুট বন্ধনকে সম্মান জানিয়েই প্রতিবছর ৫ই সেপ্টেম্বর ভারতের প্রতি প্রান্তে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস। শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রতিবছরের মতোই ছাত্র-ছাত্রীদের নাচ গানের আসরের সাথে সাথে নোপানি হাইয়ের এই বছরের নতুন চমক ছিল ‘বাল সাহিত্য একাডেমী পুরস্কার’ সম্মানে ভূষিত, বিশিষ্ট লেখিকা ‘দীপান্বিতা রায়’-এর সাথে ছাত্র-ছাত্রীদের গল্পের আসর। লেখার বিশেষত্বে দীপান্বিতা রায়ের সাহিত্য সৃষ্টি বেশ সমৃদ্ধ। রহস্য গল্প থেকে শুরু করে তার লেখা রূপকথার গল্পগুলিও ছাত্র-ছাত্রীদের ভাবনা জগতে নানা প্রশ্নের উদ্রেক করে। তারই উত্তরের সন্ধানে লেখিকার সঙ্গে একটি কথোপকথনের আয়োজন বসে ছিল। খুবই ধৈর্যের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন লেখিকা। এছাড়াও বিদ্যালয়ের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাত থেকে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাকে স্মারক তুলে দেওয়ার ঘটনাটি ছিল আরেক চমৎকার। ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষক-শিক্ষিকাদের এই মূল্যায়ণ সকলের কাছেই নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে এই বছরের শিক্ষক দিবসের উদযাপন নোপানি হাইয়ের কাছে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।

More From Author

गौड़ीय मिशन ने हरे कृष्ण आंदोलन के प्रणेता श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की 150 वीं वर्षगांठ लंदन में मनाई…..।

Hindi Diwas as SPK Jain Academy Showcases Unity Through Language and Culture…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *