লিগ শীর্ষে লাল হলুদ দল….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ২৪ জুলাই ২০২৪। জয়ের ধারা অব্যাহত রেখে ইস্টবেঙ্গল এগিয়ে চলেছে।বুধবার ঘরের মাঠে কোচ বিনো জর্জের লাল হলুদ দল ২-০ গোলে রেলওয়ে ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। এককথায় বলা যায় রেল দল কখনই চাপ সৃষ্টি করে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের খেলোয়াড়দের বিব্রত করতে পারে নি। বরঞ্চ লাল হলুদ ব্রিগেড অনেক বেশি পজিটিভ ফুটবল খেলে প্রতিপক্ষ দলের দূর্গকে ভেঙে দেয়। এদিন সায়ন ব্যানার্জী ও পি ভি বিষ্ণুকে বাদ দিয়ে দল গঠন করা হয়েছিল। দুজনেরই চোট রয়েছে। তবুও মুশারফ ও আদিলরা বড় ভূমিকা নিয়ে দলকে জিতিয়ে দিয়েছেন। খেলার প্রথম পর্বের সংযুক্তি সময়ে মহম্মদ মুশারফ অসাধারণ গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। রেল দলের ফুটবলাররা দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর কোনও চেষ্টা করতে সেই ভাবে দেখা যায় নি। বরঞ্চ ইস্টবেঙ্গল গতি বাড়িয়ে আক্রমণ গড়ে তুলে গোল পেয়ে যায়। মুশারফের সেন্টার থেকে মাথা দিয়ে বিজয় মুর্মু বলটা নামান। তারপরে তা ঠেলে দেন আদিল আমনকে। আদিল গোল করতে ভুল করেন নি। খেলা শেষ হতেই সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে যান।
অন্য খেলায় আই এফ এ – র সভাপতি অজিত ব্যানার্জির টিম কালীঘাট মিলন সংঘ হেরে গেল ০-১ গোলে সহ সভাপতি সৌরভ পালের দল সাদার্ন সমিতির কাছে।

More From Author

ELECRAMA- the World’s largest electrical show – Roadshow Kicks off in Chhattisgarh….

अनन्तं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम्…..।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *