রেফারির বদান্যতায় জয়ে ফিরল ডায়মন্ড হারবার….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৮ জুলাই, ২০২৪।  খেলা শুরু হয়ে গেল রেফারিদের কলকাতা ফুটবল লিগে। একটা দলকে জিতিয়ে দিতে হবে যেন কোনও ভাবে। তা সোমবার দেখতে পাওয়া গেলো বিধাননগর পুরসভার মাঠে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আর এরিয়ান ক্লাবের খেলায়। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুই দল। তবে এদিন অনেক বেশি পজিটিভ ফুটবল খেলেছে এরিয়ান। দারুন খেললেন গোলরক্ষক দেবজিত । খেলার শেষ মুহূর্তে রাহুল পাসোয়ানের পায়ে বল ছিল না। হঠাৎ তিনি এরিয়ানের গোলরক্ষকের সামনে গিয়ে পড়ে যান। রেফারি প্রতীক মন্ডল কোনও কিছু না ভেবে পেনাল্টির নির্দেশ দেন। সত্যি কী বিচিত্র এই রেফারি প্রতীক। নিজে লজ্জা পেলেন না। রেফারির এই সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে থাকেন এরিয়ানের ফুটবলাররা। মাঠের সাইড লাইনের ধারে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন গোলরক্ষক কোচ বিশ্বজিৎ বিশ্বাস। রেফারি প্রতীক বিশ্বজিৎকে
লাল কার্ড দেখান। সবাই অবাক হয়ে যান রেফারির কাণ্ড দেখে। সবাই হায় হায় করতে থাকেন। পেনাল্টি থেকে রাহুল পাসোয়ান গোল করে ডায়মন্ড হারবারকে তিন পয়েন্ট এনে দেন। লজ্জাও হয় না রেফারির। এইতো কয়েকদিন আগে জাপান থেকে আসা রেফারি কর্মশালা করে গেলেন কলকাতার রেফারিদের নিয়ে। এই কী রেফারিদের উন্নত খেলা পরিচালনা করতে আই এফ এ উদ্যোগ নিয়েছে। হায় রে কলকাতার রেফারি। প্রতীক মন্ডল বাড়ি গিয়ে ভাববেন ডায়মন্ড হারবারকে জেতানোর জন্যে কেন এই পথ বেছে নিলেন।

More From Author

কৃষি বিকাশ প্রকল্পের নব উদ্যোগ”কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের….।

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *