রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন-ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫। রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার ন্যায্য স্বীকৃতির দাবিতে “ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম” নামে সুনির্দিষ্ট একটা প্লাটফর্ম গড়ে উঠেছে ।রাজ্যের প্রতিটি জেলার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের এক ছাতার তলায় সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে সমগ্র ভাবে সচেষ্ট হবে বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সভাপতি মলয় পিট। তিনি আরো জানান জল রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা যে খবর পরিবেশণ করেন তা আজ আর উপেক্ষা করার মতো নয়, গণ মাধ্যমের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া আজ বহুল প্রচলিত।
প্রচারিত খ্যাতনামা প্রায় প্রতিটি গন মাধ্যমেরই পরিবেশকদের সোশ্যাল মিডিয়া আজ অন্যতম আকর্ষণ এর কেন্দ্রবিন্দু। তাই নির্ভর যোগ্য সোশ্যাল মিডিয়ার খবর করতে যাতে কোনোরূপ অসুবিধা না হয় তারই লক্ষ্যে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য। এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী সোশ্যাল মিডিয়ার সাংবাদিক সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।

More From Author

हरे कृष्ण हाल्दार ने मृदंग वादन से सबको मंत्र मुग्ध किया…।

गौड़ीय मिशन बागबाजार द्वारा आयोजित चैतन्य जन्मोत्सव और मेला का पांच दिवसीय कार्यक्रम सुसम्पन्न…..।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *