নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৫ এপ্রিল, ২০২৪। কলকাতা ময়দানে ফুটবল খেলায় ম্যাচ ফিষ্কিং নিয়ে সতর্ক করা হলো আই এফ এ এর পক্ষ থেকে। সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন,সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি চিঠি দিয়ে জানিয়েছেন চীনের কোনও এক ব্যক্তি মেইল ও হোয়াটস আপ করে বলতে চেষ্টা করছেন তার সঙ্গে যোগাযোগ করে ম্যাচ ফিক্সিং করতে পারে ক্লাবগুলো। তাই ভারতের সব ফুটবল ফেডারেশনকে বলে দেওয়া হয়েছে কোনও ভাবে এই ফাঁদে যেন পা না দেওয়া হয়।
সেই মত আই এফ এ তাদের অনুমোদিত সব ক্লাবকে এই কথা জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে এই বিষয় নিয়ে কোনো সমস্যার সৃষ্টি যেন না হয়।
ম্যাচ ফিস্কিং নিয়ে সতর্ক করে দেওয়া হলো আই এফ এ থেকে…।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath