মোহনবাগান ক্লাবের সচিব পদে মনোনয়ন পত্র জমা দিলেন সৃঞ্জয় বসু…।

Spread the love

শিখা দেব : কলকাতা, ৯ জুন, ২০২৫। মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে যে উত্তাপ বেড়ে ছিল, তা এক নিমেষে ঠান্ডা হয়ে গেল। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বর্তমান সচিব দেবাশিস দত্ত ও প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু একসঙ্গে ২২ জনের মনোনয়নপত্র জমা দিলেন। সচিব পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সৃঞ্জয় বসু বলেন,আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। দেবাশিস দত্তের কথা, আমরা একসঙ্গে কাজ করবো ক্লাবের ঐতিহ্য রক্ষা করতে। আমাদের একটাই পরিচয় মোহনবাগান।

More From Author

MAAC (Maya Academy of Advanced Creativity) inaugurates a new centre in Howrah…

iLEAD Unveils Revolutionary Banquet-cum-Conference Hall Made from 90% Recycled Materials….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *