ভারত সরকারের সম্মানীয় পদ্ম পুরস্কারের জন্য নাম নথিভুক্তিকরণের মাধ্যমে জনসেবায় হিন্দুমহাসভা….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : নিউ দিল্লি, ২৩ জুন ২০২৫। ভারত সরকারের সম্মানীয় পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের জন্য নাম নতিভুক্তিকরণ ইতিমধ্যেই শুরু হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দেশ ও জাতির প্রতি তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার প্রতি বছর এই বিশেষ সম্মাননা প্রদান করে । রাজ্য সরকারও বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য সফল ব্যক্তিত্বদের বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ পুরস্কার দিয়ে থাকে । কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্যের সরকার গুণী ব্যক্তিত্বদের তাঁদের অবদানের জন্য এই সম্মানজনক পূরস্কারগুলো দিলেও কিছু ক্ষেত্রে অভিযোগ থাকে সমাজের একেবারে প্রান্তিক স্তরের মানুষরা উপযুক্ত যোগাযোগের অভাবে অনেক সময় নিজেদের কাজ সম্পর্কে দেশ, জাতি ও সরকারকে জানাতে পারেন না । ফলে ভালো কাজ করেও তাঁদের কপালে কাজের পুরস্কার স্বরূপ স্বীকৃতিও জোটে না । আবার কিছু ব্যক্তি এমনও অভিযোগ করেন যে, বিভিন্ন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে বাড়তি সুবিধা পান । এমন পরিস্থিতিতে অনলাইনে পদ্ম পুরস্কারের নাম নমিনেশন যখন চলছে তখন ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে মহাসভার সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলো । হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে সমাজের সব স্তরের মানুষ, বিশেষ করে যাদের সমাজের প্রতি অবদান প্রচারের আলোয় আসতে পারেনা, মহাসভার সদস্যরা প্রতিনিধি হিসেবে তাদের নাম নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন করতে সম্পূর্ণ রূপে সহযোগিতা করবেন । এই বিষয়ে হিন্দু মহাসভা তাদের দুটো অফিসিয়াল নম্বর +919674585214 এবং +918100474314 গণমাধ্যমে দিয়ে সমাজের সব স্তরের মানুষকে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন । শুধু তাই নয় রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন “আমরা অনলাইনে নাম নথিভুক্তিকরণ করতে সাহায্য করার পাশাপাশি যে নামগুলো আমরা নির্বাচন করবো, কলকাতা প্রেস ক্লাবে প্রেসমিট করে আমরা তাঁদের সম্মান জানাবো এবং তাঁদের কর্মকাণ্ড নিয়ে আমরা একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে সবাইকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি । শুধু তাই নয় দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী দপ্তর এবং বাংলায় নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তর ও রাজ্যপাল ভবনে গিয়ে সমাজের বিশেষ ব্যক্তিত্ব যাঁরা দেশ ও জাতির প্রতি তাঁদের অবদানের দ্বারা অন্যদের অনুপ্রেরণা হতে পারেন সেই নাম গুলো জমা দিয়ে তাঁদের কাজকে সম্মান জনাব বলে ভেবেছি । আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সমাজের প্রতিটি মানুষের অবদান যেন স্বীকৃতি পায় ।” হিন্দুমহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বললেন শ্রী গোস্বামীর নির্দেশে ইতিমধ্যেই আমরা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু করেছি । আমরা চাই আগামী দিনে ভালো মানুষদের ভালো ভালো কাজ দেখে সমাজের সব স্তরের মানুষ যেন সমাজ সেবায় অনুপ্রাণিত হয় । এর ফলেই কেবলমাত্র দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সম্ভব বলে আমাদের বিশ্বাস ।

More From Author

Eastern India’s first-ever case of Bachmann’s Bundle (BB) Pacing and Left Bundle Branch Area Pacing (LBBAP)…..

Bollywood actress Malvi Malhotra recalls her meeting with Ahmedabad plane crash pilot Sumeet Sabharwal 10 days before the Air India crash during her flight to Dubai, shares an untold story!….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *