বিধানসভার উদ্যানে বন মহোৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৫ আগস্ট, ২০২৪। পশ্চিমবঙ্গের বিধায়কদের পবিত্রতম স্থান বিধানসভার উদ্যানে বন মহোৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শ্রী শোডনদেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী বীরবাহা হাসদা, মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম, উপাধ্যক্ষ শ্রী আশীষ ব্যানার্জি, বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী সুকুমার রায় সহ অন্যান্য বিধায়ক মন্ত্রী আধিকারিক বৃন্দ। সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে এক অভিনব অনুষ্ঠান হয় বিধানসভার বাগানে। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বনদপ্তরের পক্ষ থেকে বীরবাহা হাঁসদা উপস্থিত সকলকে নানান ধরনের চারাগাছ উপহার হিসেবে তুলে দেন।

ছবি সুবল সাহা

More From Author

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা বুম্বা মুখার্জী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন….।

Shyam Sundar Co Jewellers Presents- SPECIAL HONOUR FOR LIFETIME ACHIEVEMENT TO EMINENT FILM-MAKER PRABAT ROY….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *