বিদ্যাসাগর কলেজে জলবায়ু পরিবর্তন রুখতে ভুস্থানিক প্রযুক্তির উপর গুরুত্ব …।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ মে, ২০২৫। সারা বিশ্ব জুড়ে বন্যা, খরা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের মতো চরম জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ, অর্থনীতি ও জীবনের স্থিতিশীলতাকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও একটি সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে ভূস্থানিক প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা।
বিদ্যাসাগর কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট ফর এডভান্সড রিসার্চ এন্ড ইনফরমেশানের সহযোগিতায় কলকাতায় এ বিষয়ে দু দিনের আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যাসাগর কলেজের জিওগ্রাফি বিভাগের প্রধান অধ্যাপিকা ঝিকমিক কর বলেন, এই ভূস্থানিক প্রযুক্তি বা জিওস্প্যাসিয়াল টেকনোলজির মাধ্যমে GIS, রিমোট সেন্সিং বা স্যাটেলাইট ইমেজিং ইত্যাদি ব্যবহার করে চরম আবহাওয়ার পূর্বাভাস ও পর্যবেক্ষণ করা যায়। ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সহজ হয়। দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর পরিকল্পনা করা যায় ও কৃষি, বন, জলসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের চেয়ারম্যান কল্যান রুদ্র বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রনে প্রথমেই দরকার ডেটা সংগ্রহ করা। এখন প্রতিদিনকার সঠিক ডেটা দিতে পারে স্যাটেলাইট ইমেজ। তাই এই কাজে ভুস্থানিক প্রযুক্তির বিশেষ গুরুত্ব রয়েছে।
আই আই এ আর আই এর নির্দেশক রাহুল চক্রবর্তী বলেন,
কেন্দ্রীয় সরকারও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে জলবায়ু পরিবর্তন বা বিশ্ব উষ্ণায়ন রুখতে।
কিন্তু এই কাজে সবথেকে বেশি প্রয়োজন গ্রাউন্ড লেভেল সার্ভে। সেটা ড্রোন টেকনোলজি বা জিও স্পেসিয়াল টেকনোলজি ব্যবহার করে তারা করে চলেছেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরও গবেষণায় উৎসাহিত করা হচ্ছে যাতে আরো নতুন নতুন দিক খুলে যায়।
বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল নাতাশা দাশগুপ্ত বলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই চরম জলবায়ু পরিবর্তনের উপর আলোচনা খুবই প্রাসঙ্গিক। ওই কলেজের ভূগোলের সহকারি অধ্যাপক মানস মন্ডল বলেন, যত দিন যাচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন যথেষ্ট ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই দ্রুত এর নিয়ন্ত্রণ দরকার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোলের প্রাক্তন অধ্যাপক মলয় মুখোপাধ্যায় বলেন, আমরা যদি জানতে পারি যে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে এই আবহাওয়ার পরিবর্তন তাহলে সেটাকে আটকানো যায় অনেকটাই। তাই এ বিষয়ে ডেটা সংগ্রহের উপর সবথেকে বেশি জোর দেওয়া দরকার।
এদিনের আলোচনাসভায় দেশ বিদেশের ২০০ এর বেশি গবেষক ও ছাত্রছাত্রী অংশ নেন।

More From Author

Smarter Wearables: Google Gemini Is Coming to Samsung Galaxy Watch and Buds….

HDFC Bank Launches ‘Biz+ Current Accounts’ to Empower India’s Growing MSME Enterprises….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *