বঙ্গ দিশারী শারদ সম্মান – ২০২৩…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ অক্টোবর, ২০২৩। পুজোর দিনগুলোতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়া দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মাধ্যমে পুজোর সার্বিক অঙ্গ ও ব্যবস্থাপনা বিচার করার প্রচলন চলে আসছে বহু বছর ধরে। আয়োজকগণ পূজো কমিটির আয়োজিত মন্ডপ, প্রতিমা, আলোকসজ্জা এবং বিশেষভাবে উল্লিখিত পরিবেশ বিভাগে বিভিন্ন পুরস্কার এবং সম্মান প্রদান করার মাধ্যমে তুলে ধরা হয় সেরা এবং সেরার সেরা দিকগুলি। এবছর দুর্গোৎসবে ডিজিটাল নিউজ চ্যানেল এস এস নিউজ ওয়ানের পক্ষ থেকে এবং বাংলার বিভিন্ন নিউজ নেটওয়ার্কের সহযোগিতায় কলকাতা ও তার লাগোয়া অঞ্চল বরাহনগর, আড়িয়াদহ, উত্তর দমদম, সোদপুর ও বেলঘড়িয়ার বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে পুজো পরিক্রমা করা হয়। দর্শন উপভোগ্য প্রায় ২৫ টি পুজো মণ্ডপ পরিক্রমা করে বিচারক মন্ডলীর চুলচেরা বিশ্লেষনের মাধ্যমে পুজো কমিটির সদস্যদের হাতে “বঙ্গ দিশারী শারদ সম্মান ২০২৩” তুলে দেওয়া হয়। পরিক্রমায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য পুজো কমিটির মধ্যে রয়েছে শ্রী শ্রী বালানন্দ যুগল মন্দির আশ্রম ডানলপ, আড়িয়াদহ সিংহী পাড়া আবাসিকবৃন্দ দুর্গাপূজা কমিটি (সংঘবদ্ধ ক্লাব),কালাকারপাড়া আলম বাজার, মল্লিক কলোনী দুর্গোৎসব কমিটি, বন্ধু দল স্পোর্টিং ক্লাব, নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসব সমিতি, ন’পাড়া দাদাভাই সংঘ, সার্বজনীন দুর্গোৎসব কমিটির সোদপুর, নবোদয় সংঘ সোদপুর, পিয়ারলেস আবাসন সোদপুর, নিমতা ছাত্র সমাজ, আর্য নগর কিশোর সংঘ, নীলগঞ্জ রোড মহুয়া দুর্গাপূজা কমিটি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব রথতলা, গীতাঞ্জলি পার্ক আরিয়াদহ, নফর চন্দ্র লেন বরানগর বাজার, ছাত্র সম্মিলনী গোপাল লাল ঠাকুর রোড, দক্ষিণেশ্বর আদিবাসী বৃন্দ, দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপূজা/ কালীপূজা কমিটি, উত্তর বন হুগলি পল্লীবাসী বৃন্দ ডানলপ। বিচারক মন্ডলী এবং অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ সারদা মা দিক দর্শন আশ্রমের ধর্ম প্রচারক পরমাত্মা সাধিকা খনা মা, বিশিষ্ট মেকআপ আর্টিস্ট পত্রালি ব্যানার্জি, চিত্র সাংবাদিক সুবল সাহা, অভিনেত্রী সম্রাজ্ঞি সাহা, গায়িকা নীলাঞ্জনা দে, সঞ্চালিকা বৈশালী বাসু ও ও রুপসা দাস।সদস্যদের মধ্যে ছিলেন বিউটি সাহা, মন্টু বেড়া, গৌতম ঘোষ ও রাজকান্ত মজুমদার। অত্যন্ত আন্তরিকতা এবং উৎসাহের সাথে পুজো কমিটির সদস্যবৃন্দ “বঙ্গ দিশারী সম্মান সম্মান- ২০২৩” ভূষিত হয়ে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেন। খ্যাতনামা বিভিন্ন সংবাদমাধ্যম পুরস্কারে অংশীদারি হন।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা মন্ডলীর সদস্য দক্ষিণেশ্বর বালানন্দ যুগল মন্দিরের ইনচার্জ ব্রহ্মচারী সুমেধা নন্দ, চ্যানেলের সম্পাদক সুবল সাহা অংশগ্রহণকারী পুজো কমিটি গুলিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে কমিটি গুলির আন্তরিকতার সাথে এগিয়ে আসার মাধ্যমে আগামী পুজো পরিক্রমার নতুন পরিকল্পনার সূচনা হয়। সকলের সহযোগিতায় ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী বছরগুলিতে পরিক্রমা আরো সুন্দর হবে বলে জানান।

More From Author

STAR STUDIOS AND CINE1 STUDIOS’ INTENSE SURVIVAL THRILLER ‘APURVA’ TRAILER OUT NOW….

Vidya Balan inaugurates Kankurgachi and Hatibagan showrooms in Kolkata; unveils exquisite Lotus, Signature and Power collections along with Dhanteras mega offers….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *