প্রতি মুহুর্তে কোটি কোটি শুক্রানু ধেয়ে আসে। বিমুখ গর্ভ দখল করে, নাহলে নিপাত যায়….।

Spread the love

অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।

তুমি কখনো মন খারাপ কোরনা।
আমি থাকি সেখানে, আমার কষ্ট হয়।
জানি এজগতে ফুল ফোটে বিষ ফোঁড়া হয়ে।
মৃত শৈশব নিয়ে খেলা করে শিশু।
অন্ধকার ঘনিয়ে থাকে তার চারপাশে।
জন্মান্ধ মানুষ এক দৃষ্টে তাকিয়ে,
উজ্জল আখের পানে।
প্রতি মুহুর্তে কোটি কোটি শুক্রানু ধেয়ে আসে।
বিমুখ গর্ভ দখল করে, নাহলে নিপাত যায়।
অজান্তে মা হওয়া অতৃপ্ত নারী আজ বহির্মুখী।
বহুবচনে বাস করে তার একমাত্র পুরুষ।
কিন্তু কোথায় সে, যার শক্ত শালগুড়ি হাতে
মাথা রেখে দু দন্ড বিশ্রাম নেবে এই নারী!
যার আশ্বাস, স্থিরতা, দ্বিধাহীন প্রেমে সে সুস্থ্য হবে?
অনিচ্ছুক হতাশ নারী আক্রান্ত সমকামিতার হাতে।
জানি এ জগত তোমার যোগ্য নয়।
কথা দিলাম, নতুন সূর্য গড়ব তোমার জন্য।
হাঁটু গেড়ে বসা উর্দ্ধমুখী পুরুষ আমি।
হাত জোড় আমার,বলব,”প্রসীদ জগত্জননি”।
আবির্ভূত আলোয়ে ভরা উত্তরসূরী।
মন খারাপ কোরনা।
আমি থাকি সেখানে, আমার কষ্ট হয় ।

More From Author

গুরু পূর্ণিমা…..।

ELECRAMA- the World’s largest electrical show – Roadshow Kicks off in Chhattisgarh….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *