শিখা দেব : কলকাতা, ২৪ অক্টোবর, ২০২৪।কলকাতা ময়দানের দাপুটে ফুটবলার কাজল চ্যাটার্জি চলে গেলেন।এই ফুটবলার ইস্টবেঙ্গলে খেলেছেন ১৯৮৯ ও ১৯৮০সালে। রেলওয়ে হয়ে জাতীয় ফুটবলে খেলেন। খেলা ছেড়ে দেওয়ার পরে কোচ হোন হাওড়া ইউনিয়নের। বাংলা দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। কাজল চ্যাটার্জির প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে খেলার ময়দানে শোকের ছায়া নেমে আসে।

Posted in
Uncategorized
প্রখ্যাত ফুটবলার কাজল চ্যাটার্জি প্রয়াত….।
You May Also Like
More From Author

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ধনতেরাসে উন্মোচন করল শগুন সংগ্রহ, সঙ্গে দীপাবলিতে প্রতিটি বাজেটের সাথে মিলিয়ে আনল নানা অফার….।
