নিউ দিল্লিতে গ্যোয়েটে ইনস্টিটিউট, ম্যাক্সমুলার ভবনে ৪৮তম আন্তর্জাতিক বইমেলা নিয়ে সাংবাদিক সম্মেলন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : নিউ দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৫। আগামী ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে ২৮ জানুয়ারি, মেলা চলবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক, কলকাতা।
বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৪ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এই অভাবনীয় সাফল্যে আনন্দ সীমাহীন।
এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা সঠিক অর্থেই খোলা আকাশের নীচে বইমেলা। এবারের মেলায় কোনো হল থাকছে না, যেখানে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন। তার জায়গায়, তাঁদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে।
আমরা উদ্যোক্তারা অত্যন্ত গর্বিত , আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে, এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে ইউরোপের ঐতিহ্যমণ্ডিত দেশ – জার্মানি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন ভারতে জার্মানির রাষ্ট্রদূত ড. ফিলিপ অ্যাকেরম্যান এবং গ্যোয়েটে ইন্সটিটিউটের দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ড. মারলা স্টুকেনবার্গ। আনন্দ ও গর্বের বিষয়, আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তাঁরা বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বইমেলায় ফোকাল থিম হিসেবে জার্মানির অংশগ্রহণের বিষয়ে তাঁদের কাছ থেকে আমরা আজ বিস্তারিরভাবে শুনলাম।
আনন্দের সঙ্গে জানাই, উদ্বোধন অনুষ্ঠানে, গিল্ড দু-লক্ষ টাকা অর্থ মূল্যের বিশেষ সাহিত্য সম্মান প্রদান করবে বর্ষীয়ান সাহিত্যিক শ্রী আবুল বাশারকে। মেলার উদ্বোধক তথা প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী এই পুরস্কার বর্ষীয়ান সাহিত্যিকের হাতে তুলে দেবেন।
বিগত কয়েক বছরের মতোই, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলাও সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে। বইমেলায় যারা আসতে পারছেন না তাঁরা ঘরে বসে দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান।
বইমেলায় ২৯ জানুয়ারি উদ্‌যাপন করা হবে থিম কান্ট্রি জার্মানি দিবস। ২ ফেব্রুয়ারি শিশু দিবস।
৪ ফেব্রুয়ারি উদ্‌যাপিত হবে সিনিয়র সিটিজেন দিবস।
প্রতিবছরের মতো আগামী বইমেলায় অংশগ্রহণ করছেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইরান, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা, কোস্টা রিকা, প্রভৃতি দেশ। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত, যেমন দিল্লি,আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, ভোপাল, তামিলনাডু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র,,… ইত্যাদি রাজ্যের প্রকাশনা সংস্থাও থাকছে।
বইমেলার আরেকটি বিশেষ আকর্ষণ। উনবিংশ শতাব্দীতে বাংলায় বইয়ের ইলাস্ট্রেশন নিয়ে থাকছে এক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীটির পরিকল্পনা ও উপস্থাপনা শ্রী জ্যোর্তিময় ভট্টাচার্যের।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, একাদশতম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, KLF, অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৫।উপস্থিত সাংবাদিকদের এ কথা জানালেন গিল্ড এর সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে।

More From Author

Indian Paint Association Presents “Allure”: A 32nd Biennial Conference Exploring the Allure of Colour & Cutting-Edge Technology…

চুয়াল্লিশতম বার্ষিক সভা ও আন্তর্জাতিক সম্মেলন ‘কনভারজেন্স অফ ট্রানস্লেসনাল অ্যাপ্রচ ইন ক্যানসার থেরানোস্টিক্স….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *