চুক্তিভিত্তিক কর্মী ও শ্রমিকদের পাশে আয়কর বিভাগের স্থায়ী কর্মী-অফিসাররা….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫। অন্যান্য সরকারি অফিসের মতো আয়কর বিভাগেও সরকারি অফিসারদের পাশাপাশি কয়েকশো চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মী ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক কাজ করেন। এবার তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ঐ বিভাগের সরকারি কর্মী ও অফিসাররা।
সর্বভারতীয় আয়কর এসসি/এসটি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার আয়কর ভবন পূর্বা তে এক অনুষ্ঠানে প্রায় ২০০ এর বেশি চুক্তিভিত্তিক কর্মী ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের হাতে  শাল তুলে দেন আয়কর মহানির্দেশক(ইনভেস্টিগেশন) , ওয়েস্ট বেঙ্গল, সিকিম ও এন ই আর,অশোক কুমার সরোহা , প্রিন্সিপ্যাল ডিরেক্টর ইনকাম ট্যাক্স(ইনভেস্টিগেশন) , কলকাতা,জসদীপ সিং,প্রিন্সিপ্যাল কমিশনার সেন্ট্রাল এস কে পোদ্দার প্রমুখ।
অশোক কুমার সরোহা বলেন, গত ১৩ জানুয়ারি ধর্মতলায় আয়কর ভবন থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। আয়কর বিভাগের অন্যান্য অফিস ঘুরে এদিন আয়কর ভবন পূর্বাতে শেষ হল।
তাদের মুল লক্ষ্য কাজের পাশাপাশি মানবসেবা।

তাদের প্রচেষ্টা থাকবে যাতে প্রকৃতপক্ষে আর্থিক সংকটের কারণে যারা নিজেদের ইচ্ছামতো পেশা বেছে নিতে পারছে না, সেই মেধাবী ও অভাবী শিক্ষার্থীদের জন্য যথাযথ দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করা।এদিনের অনুষ্ঠানটি সব দিক থেকে সফলতা লাভ করে।

More From Author

FIFS Launches ‘Sports Data Gameathon’ – A Sports AI Challenge for India’s Premier Institutes…..

Berger Paints celebrates century-long legacy and relocates headquarters within Kolkata….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *