কেরলকে হারিয়ে শেষ চারে সবুজ-মেরুন ব্রিগেড…।

Spread the love

শিখা দেব : ভুবনেশ্বর, ২৬ এপ্রিল, ২০২৫। ভুবনেশ্বরে শনিবার সুপার কাপ ফুটবলের শেষ আটের খেলায় মোহনবাগান বাগান জায়ান্টস ২-১ গোলে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল। ইস্টবেঙ্গলকে আগের ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল কেরল দল।কিন্ত তরুন ফুটবলারদের নিয়ে গড়া সবুজ মেরুন ব্রিগেড সাহসী ভূমিকা নিয়ে বাজিমাত করে। খেলার প্রথম পর্বে সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের সুহেল ভাটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মোহনবাগান। খেলার একেবারে শেষ মুহূর্তে কেরলের শ্রীকুট্টান গোল করে ব্যবধান কমান।

More From Author

काश्मीर घूमकर एक लाख रु खर्च करके आतंकवादियों के हाथों मरने से अच्छा है, कि देवभूमि उत्तराखंड घूमो ….।

Lupin Receives Approval from U.S. FDA for Tolvaptan Tablets Being the exclusive first-to-file, Lupin is eligible for 180-day generic exclusivity….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *