বিশেষ প্রতিনিধি : কল্যাণী, ৭মে, ২০২৫। দুই দিনের একটি আন্তর্জাতিক আলোচনাসভা ‘একশো পঁচিশে নজরুল ও জীবনানন্দ’ শুরু হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে । অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য কল্লোল পাল প্রদীপ প্রজ্জ্বলন করে। তিনি জানালেন, “বিদ্রোহী কবি নজরুল ও প্রকৃতিপ্রেমী জীবনানন্দকে নিয়ে এই আলোচনাসভা ভীষণই প্রাসঙ্গিক। কারণ বর্তমান সময়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানে এই সভা মানবতাবোধ জাগিয়ে তুলতে সাহায্য করবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অনিতা অগ্নিহোত্রী, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক সুমিতা চক্রবর্তী, অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বুধবার নজরুল ও জীবনানন্দকে নিয়ে একটি বইও প্রকাশিত হল বাংলা বিভাগ থেকে।
আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী বলেছেন, “নজরুল গালাগালিকে গলাগলিতে রূপান্তর করতে চেয়েছিলেন আর জীবনানন্দ বলেছিলেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আজকের দিনে এই দুটি উক্তি খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার।” জীবনানন্দ দাশের ভাতুষ্পুত্র অমিতানন্দ দাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকউল্লাহ খান সহ একাধিক ব্যক্তিত্ব আলোচনাসভার দ্বিতীয় দিন বৃহস্পতিবার উপস্থিত থাকবেন।