গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ ডিসেম্বর, ২০২৫। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবা’র যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্যসেবা সেমিনারের আয়োজন করা হয়। এই ইনফ্লুয়েঞ্জা নিয়ে এই বিশেষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করেন টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার ও মেডিকেল সেন্টার। সহযোগী অংশীদার হিসেবে ছিল হ্যালো কলকাতা ও প্রজ্ঞান ফাউন্ডেশন।
স্বাস্থ্যসেবা সংক্রান্ত সেমিনারটি পরিচালনা করেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং লায়ন্স ক্লাব ও কলকাতা ম্যাগনেটস এর সহ-সভাপতি ডাঃ অশোক রায়। অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ রোমি রায়।
স্বাস্থ্যসেবা সেমিনার ছাড়াও, লায়ন্স ম্যাগনেটস উৎকর্ষ সন্মান ‘ এই শহরের কয়েকজন সফল ব্যক্তিকে প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন ক্রিকেট কোচ অস্ট্রেলিয়ার ডঃ কৌশিক সানি দাশগুপ্ত, ধ্যান বিশেষজ্ঞ ডঃ সুরেশ আগরওয়াল, চলচ্চিত্র নির্মাতা রানু রায়, বিশিষ্ট সাংবাদিক গোপাল দেবনাথ, সমাজ সংস্কারক অশোক বন্ধু চক্রবর্তী, ডায়েটিশিয়ান অধ্যাপক ডঃ রঞ্জিনী দত্ত, সমাজকর্মী নারায়ণ মজুমদার, কুস্তি প্রবর্তক শোভন চক্রবর্তী, কবি সঙ্গীতা দাস, অ্যাডভোকেট বাসু দেও আগরওয়াল, মানবাধিকার কর্মী তিমিরবরণ রায়চৌধুরী, ব্র্যান্ডিং পরামর্শদাতা তপন ঘোষ, অধ্যাপক ডঃ সীমা সিং, গায়িকা স্নিগ্ধা সেন, গণমাধ্যমকর্মী কৌশিক চক্রবর্তী এবং গুড্ডু।
লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অস্ট্রেলিয়া-ভিত্তিক ব্যবসায়িক উদ্যোক্তা এবং সার্টিফাইড ক্রিকেট কোচ এবং সাটন ডার্বি ক্রিকেট ক্লাব (অস্ট্রেলিয়া) এর মালিক ডঃ কৌশিক দাশগুপ্ত’র (সানি) জন্য একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কৌশিককে বিদেশী বিনিময় কর্মসূচি, বিশেষ করে ক্রীড়া (ক্রিকেট) এর মাননীয় চেয়ারপারসন হিসেবে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিভাবান লেখিকা নমিতা হাসদা টুডুর লেখা ‘ডাইনি’ (‘দৈনিক’) বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রভাবশালী ব্যক্তি আশিস বসাক, যিনি ‘হ্যালো কলকাতা’র সম্পাদক ও পরিচালক (থ্রিডি নিউজ, ইভেন্টস, ফিল্মস এবং পিআর)।


