কলকাতা প্রেস ক্লাবে “বার্তা” আর্থিক অন্তর্ভুক্তি এবং পশ্চিমবঙ্গ…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩১ জুলাই, ২০২৫।প্রেস ইনফর্মেশন ব্যুরোর পরিচালনায় আজ কলকাতা প্রেস ক্লাবে “বার্তা ” – ‘আর্থিক অন্তর্ভুক্তি এবং পশ্চিমবঙ্গ’-এই নিয়ে একটি কর্মশালা হয় সাংবাদিকদের নিয়ে। উপস্থিত ছিলেন শ্রী বলবীর সিং জিএম ,শ্রী পি কে ভরদ্বাজ সিজিএম ,মিস জানি নাম চু , এডিজি শ্রীমতি সৃজিতা সাহা সাহু এসিস্ট্যান্ট ডিরেক্টর পিআইবি কলকাতা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় উপস্থিত সাংবাদিকদের মানপত্র দেওয়া হয়।

More From Author

উওর কলকাতার কাঁকুড়গাছিতে দুদিনব্যাপী সারাবাংলা কুইজ প্রতিযোগিতা…

সফল নারীদের হাতে তুলে দেওয়া হল আদি শক্তি সম্মাননা…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *