ঐকতান প্রেক্ষাগৃহে ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ চলচিত্র উৎসব…।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২ নভেম্বর, ২০২৫। বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক এর জন্ম শতবর্ষ উপলক্ষে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে বিধাননগরের ঐকাতান প্রেক্ষাগৃহে সোমবার ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলছে ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ চলচিত্র উৎসব।
নভেম্বর ৩-৫ প্রতিদিন বিকাল ৪টা থেকে এই উৎসব শুরু হবে। ঋত্বিক ঘটক এর তিনটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র কোমল গান্ধার, সুবর্ণ রেখা ও মেঘে ঢাকা তারা সহ বহু উদীয়মান নতুন পরিচালক এর পরিচালনায় ১৫টি সল্প দৈর্ঘ্যর চলচিত্র দেখানো হবে। সহযোগিতায় থাকছে ঋত্বিক সিনে সোসাইটি।
বিধাননগর ফিল্ম সোসাইটির যুগ্ম সম্পাদক রিতেশ বসাক জানান এই উৎসব সকলের জন্য। এতে কোনো প্রবেশ মূল্য নেই। বড় ছবি ও ছোটো ছবির মেলায় দেখতে আসার জন্য সকলকে স্বাগত জানাই।

More From Author

Lupin Digital Health Launches VITALYFE™ AI-Powered Cardiometabolic Wellness Platform for India’s Workforce….

কলকাতায় ইলেকট্রিক গাড়ির ব্যবহার শুরু — শহরের ডেলিভারি বাড়াতে ৫,০০০ ইভি ড্রাইভ চালু করল বিলাইভ ইজেডওয়াই…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *