ইনড্রাইভ এবং হুগলি জেলার চুঁচুড়া পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে সড়ক নিরাপত্তা মাস উদযাপন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫। বিশ্বব্যাপী মোবিলিটি এবং নগর পরিষেবা প্রদানকারী সংস্থা ইনড্রাইভ, হুগলি জেলার চুঁচুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের সঙ্গে যৌথভাবে সড়ক নিরাপত্তা মাস উদযাপন করেছে। এই বিশেষ উপলক্ষে, ইনড্রাইভ রাইডারদের মাঝে হেলমেট বিতরণ করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্ঘটনার সম্ভাবনা কমানো।

হুগলি জেলার চুঁচুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে আজ এক সড়ক নিরাপত্তা অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলার জেলাশাসক শ্রীমতি মুক্তা আর্য এবং চন্দননগরের পুলিশ কমিশনার শ্রী অমিত পি জাভালগি।

“সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য হুগলি জেলার চুঁচুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ আমাদের রাইডার এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং, পরিবারের সঙ্গে ট্রিপ-শেয়ারিং অপশন, ২৪/৭ জরুরি সহায়তা, এবং চালকদের সঙ্গে সরাসরি ভাড়া নির্ধারণের সুবিধার মতো স্মার্ট ফিচারের মাধ্যমে ইনড্রাইভ যাত্রীদের আরও বেশি স্বাধীনতা এবং নিরাপত্তা প্রদান করে,” বলেন ইনড্রাইভ-এর ভারত সরকারের সম্পর্ক বিষয়ক প্রধান, শ্রী নির্মল পাণ্ডা।

“যাত্রীদের জন্য সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে সকল অংশীদারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহৎ উদ্যোগে ইনড্রাইভ-এর সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। এটি সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,” বলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী।

MyGov.in-এর তথ্য অনুযায়ী, ভারতে প্রতিদিন প্রায় ৩২৮ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে ভারত বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং বিশ্বব্যাপী এই ধরনের মোট মৃত্যুর প্রায় ১১% ভারতের অংশ। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় প্রকাশিত ‘ভারতে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২২’ অনুযায়ী, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ৬% হ্রাস পেলেও, প্রাণঘাতী দুর্ঘটনার হার বেড়েছে—২০১২ সালে মোট দুর্ঘটনার ২৫% ছিল মারাত্মক, যা ২০২২ সালে বৃদ্ধি পেয়ে ৩৩%-এ পৌঁছেছে। ফলে, এই সময়কালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২২% বৃদ্ধি পেয়েছে।

More From Author

Manipal Dhakuria organizes Walkathon on World Cancer Day….

কলকাতায় ফেসলেস এসেসমেন্ট ও ফেসলেস এপিল ইউনিট নিয়ে আলোচনা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *