শিখা দেব : ১৪ জুলাই, ২০২৪। ইউরো কাপ ফুটবলের রুদ্ধশ্বাস ফাইনালে স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয়ের পতাকা উড়িয়ে দিল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে স্পেন ও ইংল্যান্ডের তরুণ ফুটবলাররা একে অপরকে টেক্কা দেওয়ার জন্যে লড়াইয়ে মেতে ওঠেন। তবে স্পেনের ইয়ামালের পায়ের কাজে অনেক সময় ইংল্যান্ডের বেলিংহামরা পিছিয়ে পড়ছিলেন। খেলার প্রথম পর্বে গোল হয় নি। তবে দ্বিতীয় পর্বে স্পেন অনেক বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে ৪৭মিনিটে গোল পেয়ে যায়। গোল করেন নিকো উইলিয়ামস। বল বাড়িয়ে ছিলেন সেই ইয়ামাল। পিছিয়ে থেকে ইংল্যান্ড আক্রমণ জোরদার করে ৭০ মিনিটের খেলায় সমতা ফিরিয়ে আনেন পরিবর্ত খেলোয়াড় পানামা। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ গড়ে তুলে খেলার রঙ বদল করে দেয়। শেষ পর্যন্ত স্পেন আসল লক্ষ্যে পৌঁছে যায়। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে ওয়ারজারেলের গোলে স্পেন আবার ইউরো কাপ ঘরে তুলে নিল। ইংল্যান্ডের স্বপ্ন অধরা থেকে গেলো। শেষ হাসি হাসলো ফুয়েন্তের স্পেন। এই নিয়ে তারা চারবার ইউরো কাপ জেতার কৃতিত্ব দেখাল।

ইউরো কাপের স্বপ্নের আকাশে স্পেনের শিরোপা….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

ফাইনালে কোপায় কলম্বিয়া ইউরো ফুটবলে ইংল্যান্ড দল….।
