আমরা চিত্রপ্রেমী ফটোগ্রাফি ক্লাব শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করলো বসন্ত উৎসব…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ মার্চ, ২০২৫। আবিরে আবেগে, ক্যামেরা ও ক্লিকে, লাস্যে, হাসিয়ে, গানে, গল্পে বর্ণাঢ্য বসন্ত উৎসব পালন করল আলোকচিত্রীদের সংগঠন “আমরা চিত্রপ্রেমী”। রূপ আর রঙ, যৌবন ও জীবনের উদযাপনে গত ২ মার্চ  রবিবার উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির প্রাঙ্গণ হয়ে উঠল সৌন্দর্যের বৃন্দাবন। অগুন্তি আলোকচিত্রী আর আলোকিত মডেলের মিলনমেলায় উন্মোচিত হল উচ্ছ্বাসের দখিন দুয়ার। সেই মুক্ত মেহফিলে মনের ফাগে অন্তরের আঙিনা হয়ে উঠল আনন্দনিকেতন। যেখানে সামিল হলেন সমাজের সর্বস্তরের মানুষ।

প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুব্রত ব্যানার্জি, ১৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা মোহন গুপ্ত , মিসেস ইউনিভার্স ২০১৯ অপ্সরা গুহঠাকুরতা, পণ্ডিত মল্লার ঘোষ, কবি ও বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, ফুজি ফিল্ম-এর অ্যাম্বাসেডর ও কোডক্সের মেন্টর অর্ঘ চ্যাটার্জি, পিয়ালী চ্যাটার্জি প্রমুখ। উপস্থিত অতিথিদের সংবর্ধিত করেন রাজীব মুখার্জি, অনুজা মুখার্জী, রাজা মুখার্জি, পারমিতা বসু, গার্গী গুপ্তা, সঞ্জয় পাল, স্ট্যানলি দত্ত, শ্যাম সুন্দর দাস, সুরজিৎ সরকার, মৌমিতা ব্যানার্জী, অঙ্কন ব্যানার্জী, প্রিয়া সেন, মালা রায়, সঞ্জয় ভট্টাচার্য, রোহিত সাহা, রূপঙ্কর রায় প্রমুখ। এছাড়াও সংবর্ধিত হন গ্ল্যামার এক্স ইন্ডিয়ার সিইও পীযুষ সরকার, দীপান্বিতা কাউ, সৈকত, শর্মিষ্ঠা ঘোষ, বাংলাদেশের সুপার মডেল‌ ইয়ামি নুসরত, পিয়াল রায়চৌধুরী, মেডেল অভিনেত্রী মধুমিতা গুপ্ত প্রমুখ।

প্রসাশনিক ব্যাস্ততার কারণে রাজ্যের মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা  আসতে না পারলেও “আমরা চিত্রপ্রেমীর” আয়োজনের শুভেচ্ছা ও সাফল্য কামনা করে প্রতিনিধি মারফত বার্তা পাঠান তিনি। সেই বার্তা সকলের উদ্দেশ্যে প্রেরণ করেন পুরপিতা সুব্রত ব্যানার্জি। এরপর তিনি তাঁর ভাষণে আমরা চিত্রপ্রেমীর উদ্যোগকে সাধুবাদ জানান। বলেন, ‘বসন্ত এসে গেছে। খুব সুন্দর অনুষ্ঠান। খুব ভালো পরিবেশ। আপনারা সবাই উপভোগ করুন। ‘ অপ্সরা গুহঠাকুরতা বললেন, ‘বসন্তের অনুভবটা এবছরে আমরা চিত্রপ্রেমীর হাত ধরে এলো। আবিরে, রঙে আনন্দে আপনাদের জীবন আরও রঙিন হয়ে উঠুক।’ অর্ঘ চ্যাটার্জি বলেন, ‘এবারেই প্রথম এলাম। অভিনব আয়োজন। সামিল হতে পেরে আনন্দিত। শোভাবাজার রাজবাড়িতে বসন্ত উৎসবের আয়োজন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।’ সেই তাৎপর্যই মনোজ্ঞ ভাষণে ব্যাখ্যা করলেন পুরপিতা মোহন গুপ্ত। তিনি শোভাবাজার রাজবাড়ির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উল্লেখ করে বলেন, ‘শিকাগো থেকে ফেরার পর স্বামী বিবেকানন্দকে এই প্রাঙ্গণেই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। এমনিই এক ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক প্রাঙ্গনে আমরা চিত্রপ্রেমী বসন্ত উৎসবের আয়োজন করে সেই মিলনের মাহাত্মকেই মহিমান্বিত করেছে। বসন্ত উৎসব তো মানুষের মিলনোৎসব। আমি সেই উৎসবে সামিল হতে পেরে গর্বিত, সম্মানিত। পাঁজি মেনে যেদিন বাংলার দোলযাত্রা পালিত হয়, সেদিন আমিও দোল খেলি, সকলের বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করি। রঙ লাগাই। নিজেও মাখি। মানুষের সঙ্গে যোগাযোগ করার, মিলনক্ষেত্র তৈরি করার আমরা চিত্রপ্রেমীর এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি।’ শর্মিষ্ঠা ঘোষ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সুন্দর আন্তরিক আয়োজন। সামিল হতে পেরে আনন্দিত।’

সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় সুর তাল ছন্দ’র সম্মেলক গানে। নানা রঙের ও ভাবের দোল উৎসবের সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানটির সঙ্গে নেচে দ্বিপ্রহরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে দেয় ছোট্ট মেয়ে আদ্যাশ্রী চট্টোপাধ্যায়। মন ভরিয়ে দেয় সঞ্চিতা মুখার্জিও।

শেষ বেলায় আইকনিক, নিউজ বেঙ্গল অন লাইন, বি কে নিউজের সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয় কৃষ্ণ সাজা প্রতিযোগিতা, সৌন্দর্য প্রতিযোগিতা, কুইজ -এর মতো আকর্ষণীয় অনুষ্ঠানের। সকলের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়।

সব কিছুর মধ্যেই দিনভর চলল ফটোশুট। শোভাবাজার রাজবাড়ির দালান, খিলান, নাটমন্দিরকে ব্যাকড্রপে রেখে বিভিন্ন বিভঙ্গে আশমিটিয়ে মডেলশুট করলেন কুশলী ফটোগ্রাফাররা। সন্ধ্যে নামতেই জ্বলে উঠল আলো।সেই মোহময়ী পরিবেশে নানা কোন থেকে ঝলসে উঠলো ফ্ল্যাশ বাল্ব। মন ও নজরকাড়া মডেলদের অক্লান্ত ও অকপট অঙ্গ রঙ্গ, কটাক্ষ, কসরত ক্যামেরাবন্দি হয়ে সার্থক করে তুলল আমরা চিত্রপ্রেমীর বসন্ত উৎসব।

More From Author

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনদিন ব্যাপী এস এম সি মেডিক্যাল এক্সপো ২০২৫….।

WBHS empanels Dr Agarwals Eye Hospital, Kasba, for Eye Care Services….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *