আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী চিরতরে চলে গেলেন….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২০ আগস্ট ২০২৪।  জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী ১৯৪৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন রোগভোগের পর  ২০ আগস্ট মঙ্গলবার তিনি সকলের মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন। রেখে গেলেন দুই অভিনেত্রী কন্যা এবং অগুনতি সিনেমাপ্রেমী। আমার চার দশকের চেনা মানুষ। ওনার উত্তর কলকাতার বাড়িতে প্রায়ই যেতাম। চোখ সিনেমার শুটিং আমার বাড়ির কাছে বেলেঘাটা ফুলবাগান জুট মিল এলাকায় হয়েছিল। আমাকে একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করতে বলে ছিলেন সাথে একটি পুরোনো দিনের ক্যামেরাও জোগাড় করতে বলে ছিলেন। আমি জোগাড় করেও ছিলাম। কিন্তু দুঃখের বিষয় অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ গ্রহন করতে পারিনি। অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। লেখার সাথে এই ছবিটি সম্ভবত একটি টেলিফিল্ম এর।

অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অনুপম খের। উৎপলেন্দু চক্রবর্তী’র সারাজাগানো সিনেমা চোখ, শূন্য থেকে শুরু, পোস্টমর্টেম, ছন্দনীড়, দেবশীশু এবং মিউজিক অফ সত্যজিৎ রায় সহ বহু কিছু। ১৯৭৫ সালে ইমারজেন্সির সময় ১৬ মিমি ক্যামেরায় সিনেমা বানানোতে হাত পাকিয়েছিলেন তখন তিনি হায়ার সেকেন্ডারির ছাত্র। জি আর এস নিউজ পরিবার শ্রদ্ধা জানায় উৎপলেন্দু চক্রবর্তী কে।

More From Author

J.D. Birla Institute NSS Volunteers Celebrate Rakhi with Underprivileged Children…..

আলিপুর ক্রিমিনাল কোর্ট বার এসোসিয়েশনের প্রতিবাদ মিছিল….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *