নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫।আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে গত ৩৮ জানুয়ারি আশুতোষ মেমোরিয়াল হলে ও বাসভবনে অনুষ্ঠিত হলো আশুতোষ মুখার্জি–দীনেশচন্দ্র সেন স্মৃতি সম্মাননা স্বর্ণপদক প্রদান এবং স্মৃতিচারণা। এদিনের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী চিত্ততোষ মুখার্জি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কল্যান চক্রবর্তী অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। স্মৃতি সম্মাননা প্রাপক ছিলেন ডক্টর অর্জুনদেব সেন শর্মা অধ্যাপক শিলচর বিশ্ববিদ্যালয় , অধ্যাপক ডক্টর মনাঞ্জলি বন্দোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী এবং বৈজ্ঞানিক ডক্টর অরুপ মিত্র। বিশেষ সম্মাননা প্রাপক ছিলেন প্রাক্তন বিচারপতি আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায় এবং দীনেশচন্দ্র সেনের নাতি ডক্টর সিদ্ধার্থ সেন, ইমেরিটাস ফেলো ট্রিনিটি কলেজ ডাবলিন। গবেষণামূলক বিশেষ সম্মাননা পান ডক্টর দেবদত্তা চক্রবর্তী এবং অধ্যাপক ডক্টর শম্পা বসু । উপস্থিত অতিথিগণ স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং আচার্য দীনেশচন্দ্র সেন সম্পর্কে বহু অজানা ঘটনা ও তথ্য তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানের উপস্থিত সকলেই দীনেশচন্দ্র সেন এর পৌত্রী দেব কন্যা সেনের এই কাজকে ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন অধ্যাপক ডক্টর বিমল কুমার থান্ডার ও দিলীপ বিশ্বাস, উপসচিব পশ্চিমবঙ্গ সরকার। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা দেবকন্যা সেন।

Posted in
Uncategorized
আচার্য দীনেশচন্দ্র সেন ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক…।
You May Also Like
More From Author

NRAI Premier League 3.0 Grand Finale Celebrates the Spirit of F&B and Sportsmanship….
