অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা বুম্বা মুখার্জী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ আগস্ট, ২০২৪।  সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বতন্ত্র কেন্দ্রীয় শ্রমিক সংগঠন “ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন” (এন এফ আই টি ইউ)- এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি পদে নিযুক্ত হলেন জাতীয় স্তরের মানবাধিকার কর্মী এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা এবং সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জি। অতি সম্প্রতি দিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে সংস্থার রাষ্ট্রীয় অধ্যক্ষ ডক্টর দীপক জয়সওয়াল সর্বসম্মতিক্রমে বুম্বা বাবু কে মনোনীত করেন এবং পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে নিযুক্ত করেন । এ প্রসঙ্গে বুম্বা বাবু  উপস্থিত সাংবাদিকদের জানান, মানবাধিকারের সঙ্গে শ্রমিকের অধিকারও  একান্তভাবে জড়িত; এবার শ্রমিকের অধিকার রক্ষা করার গুরু দায়িত্বও পালন করার চেষ্টা করবেন তিনি।

More From Author

Vikrant Sea Scouts and Guides Group organized blood donation and health checkup Camp….

বিধানসভার উদ্যানে বন মহোৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *